ভূঞাপুরে ৩দিন ব্যাপি উন্নয়ন মেলা

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের ভূঞাপুর ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলা শুরু । উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উন্নয়ন মেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে ৪ সেপ্টম্বের বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, প্রসাশনের কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিধিদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে শুরু করে ভূঞাপুর পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপুর্ণ রাস্তা প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ করে। উন্নয়ন মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালীম এডভোকেট। এ উপলক্ষে উপজেলা চত্বরে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ,ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, উপজেলা কৃষি কর্মকর্তা মো: জিয়াউর রহমান,অর্জুনা ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা,ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু,নিকরাইল ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন সরকার,আ.লীগ নেতা আজহারুল ইসলাম,কৃষকলীগ নেতা হযরত আলী প্রমূখ।এছাড়াও কর্মকর্তা কর্মচারী, স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

শহীদদের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ- সালাউদ্দিন আহমেদ 

নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, শহীদদের স্বপ্নের অসম্প্রদায়িক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *