ভূঞাপুরে ৩৪ বছরে সুন্নতে খাতনা করা বেলালের মাথায় পানি অনুষ্ঠান

মো. নাসির উদ্দিন, ভূঞাপুর : অবিশ্বাস্য হলেও সত্য। টাঙ্গাইলের ভূঞাপুরে বিয়ের তিন বছর পর ৩৪ বছর বয়েসে মুসলমানি (সুন্নতে খাতনা) করা বেলাল হোসেনের মাথায় পানি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তার নিজ বাড়ি উপজেলার জিগাতলা গ্রামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে এলাকার মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।উল্লেখ্য, জন্মগতভাবে বেলাল হোসেনের খোদার মুসলমানি হয়েছে বিধায় আর মুসলমানি (সুন্নতে খাতনা) করেনি। তাদের ধারণা ছিল আর মুসলমানি করাতে হবে না। কিন্তু বেলালের বিয়ের কথা বার্তা শুরু হলে তখন নানা মহল থেকে তার বিরুদ্ধে বিভিন্ন অপবাদ আস্তে লাগে। বিয়ে উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নিতে আসলে তার বিরুদ্ধে এলাকার কিছু লোক নানা বদনাম ও অপবাদ দিয়ে বেলাল হোসেনের বিয়ে ভেঙ্গে দিত। এই অপমান ও অপবাদের কারণে সে অতীষ্ট হয়ে পরে। তাই সে অপমান ও অপবাদের তাত থেকে রক্ষা পেতে নিজেই ডাক্তারের কাছে গিয়ে গত ৬ জানুয়ারি সকালে অপারেশনের মাধ্যমে এ মুসলমানি (সুন্নতে খাতনা) সম্পন্ন করে। তিনি টাঙ্গাইল ক্লিনিকে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ডা. মো. গোলাম মোস্তফা মিয়ার তত্ত¡াবধানে মুসলমানি (সুন্নতে খাতনা) করানো হয়।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে নিজেই ক্লাস নিলেন উপজেলা নির্বাহী অফিসার

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নের লক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে নিজেই ক্লাস …

Leave a Reply

Your email address will not be published.