লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে বৃহস্পতিবার সকালে শুরু হয়েছে তিন দিন ব্যাপি উন্নয়ন মেলা।এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১ টারদিকে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। দুপুর ১২ টারদিকে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করা হয়।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের কেন্দিয় নেতা খন্দকার মশিউজ্জামান রোমেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট ও থানা ভারপপ্রাপ্ত কর্মকর্তা এ.কে.এম কাউসার চৌধুরী।সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্মআহ্বায়ক মো. আব্দুর রাজ্জাক মিঞা,আওয়ামীলীগ নেতা মো. মিনহাজ উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুস সাত্তার,অর্জুনা ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা প্রমুখ।মেলায় ৩৬ টি স্টল অংশ গ্রহন করে।
এটাও চেক করতে পারেন
ভূঞাপুরের পেপার বিক্রতা সামছ আলম আর নেই
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর আলেয়া পেপার হাউজের মালিক ( পত্রিকা বিক্রেতা) সামছুল আলম আর …