ভূঞাপুরে ৩ হাজার কর্মহীন পরিবারের মধ্যে ত্রান বিতরণ


নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে করোনা ভাইরাসের কারনে কর্মহীন ও নি¤œ আয়ের ৩ হাজার পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবি সংগঠন ঘাটান্দী আলহাজ্ব খন্দকার হায়দার আলী স্মৃতি কল্যান সংস্থা।

সোমবার সকাল ১১ টারদিকে পৌর এলাকার আলহাজ্ব খন্দকার হায়দার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম সম্পাদক খন্দকার হাবিবুর রহমান সেলিম,মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, পৌর কাউন্সিলর জাহিদ হাসান, সাবেক পৌর কাউন্সিলর মো.আজহারুল ইসলাম, লোকমান ফকির মহিলা কলেজের সহকারি অধ্যাপক মো.আব্দুল বাছিত প্রমুখ। ত্রান সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি মশারির ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবন ও ১ টি হাত ধোঁয়ার সাবান।

ঘাটান্দী আলহাজ্ব খন্দকার হায়দার আলী স্মৃতি কল্যান সংস্থার প্রধান উপদেষ্টা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন,করোনা ভাইরাসের কারনে শ্রমজীবি নি¤œ আয়ের মানুষ বেকার হয়ে পড়েছে। তারা খাদ্য সংকটে ভুগছে। সরকারি সহায়তার পাশাপাশি আমরা আমাদের সীমিত সামর্থ নিয়ে তাদের পাশে দাড়িয়েছি। জাতির এ ক্রান্তিলগ্নে অন্য সামর্থবানদেরও এগিয়ে আসা উচিত।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে নিজেই ক্লাস নিলেন উপজেলা নির্বাহী অফিসার

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নের লক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে নিজেই ক্লাস …

Leave a Reply

Your email address will not be published.