নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে উপকারভোগী ৫ হাজার ৩৪০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে কৃষকদের মাঝে এ সার ও বীজ বিতরণ করা হয়। এর মধ্যে ৮’শ কৃষককে ২০ কেজি করে গমের বীজ ও ২০ কেজি সার, ২ হাজার ৫’শ কৃষককে ২ কেজি করে ভুট্টার বীজ ও ৩০ কেজি সার, ১ হাজার ৪’শ কৃষককে ১ কেজি করে সরিষার বীজ ও ২০ কেজি সার, ১’শ কৃষককে ১ কেজি করে সূর্যমুখী বীজ ও ২০ কেজি সার, ৪০ জন কৃষককে ১ কেজি করে পেঁয়াজের বীজ ও ২০ কেজি সার, ৩’শ কৃষককে ৫ কেজি করে আলুর বীজ ও ১৫ কেজি সার এবং ২’শ কৃষককে ৮ কেজি করে খেসারীর বীজ ও ১৫ কেজি করে সার বিতরণ করা হয়।এসময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিফ নূর মিনি, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল ওহাব, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, সৈয়দ মাসুদুল হক টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, যুগ্ন সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন, লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসান আলী, কৃষি সম্পসারণ অফিসার আশরাফুননেছা, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামানিক প্রমূখ।