ভূঞাপুরে ৫ চোরকে হাতে নাতে ধরে গন পিটুনি  দিয়ে পুলিশে সোপর্দ

মোঃ আব্দুর রহীম মিঞা,ভূঞাপুর ঃ টাঙ্গাইলের ভূঞাপুরে গভীর রাতে চুরি করতে গিয়ে হাতে-নাতে ধরা পরে এক চোর।

পরে তার স্বীকারোক্তিতে  আরো ৪ জনকে বাড়ী থেকে ধরে এনে গন পিটুনি  দিয়ে ভূঞাপুর থানা পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসি । শনিবার (২৭ আগস্ট) সকালে এমন ঘটনা ঘটে উপজেলার পশ্চিম ভূঞাপুর গ্রামে।
জানা যায় রাত ৩ টার দিকে বাড়ির মালিক বাবর আলী প্রকৃতির ডাকে সাড়া দিয়ে  ঘরের বাহির হলে দেখতে পান এক চোর তার টিউবয়েলের নাট-বল্টু খোলছে । এমন সময় চোর কিছু বুজে উঠার আগেই তাকে পিছন থেকে আঘাত করে ঝাপটিয়ে ধরে ডাক-চিৎকার করতে থাকে । পরে বাড়ীর অন্যান্য লোকের সহযোগিতায় আলমগীর খান নামের এক চোরকে আটক করতে সক্ষম হন । পরে আলমগীর খানকে জি‘াসাবাদ করলে তার সাথে জড়িত থাকা আরো ৭ জনের নাম প্রকাশ করেন তিনি। তার কথা মতো বাড়ী বাড়ী তল্লাসী চালিয়ে  আরো ৪ জনকে ধরতে সক্ষম হন এলাকাবাসী। তারা হলেন উপজেলার পশ্চিম ভূঞাপুর গ্রামের আলমগীর হোসেন খান (৩০) পিতা তারা খান, একই এলাকার মোঃ শিপন তরফদার (৩৮) পিতা বাদল তরফদার, মোঃ রফিকুল ইসলাম মন্ডল (৩৫) পিতা আফসার আলী মন্ডল,  মোঃ সিদ্দিক তরফদার (৩০) পিতা আমজাদ তরফদার, কালিহাতী উপজেলার সরাতৈল গ্রামের বাসিন্দা মোঃ সুজন শেখ পিতা মোস্তফা শেখ। এ খবর ছড়িয়ে পড়লে কামরুল ও কবির নামে দৃইজন বাড়ী থেকে পালিয়ে গা ডাকা দিয়েছে বলে প্রত্যক্ষ্যদর্শীরা জানান। পরে এলাকাবাসী ভূঞাপুর থানায় খবর দিলে এসআই জুম্মন  এর নেতুত্বে তাদেরকে থানার নিয়ে আসে। চুরি ঘটনায় জড়িত থাকার অভিযোগে গনপিটুনি দেওয়ার এদেরকে ভূঞাপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ের ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম বলেন পশ্চিম ভূঞাপুরের গ্রামবাসী ৫ জন চোরকে ধরে থানায় সপর্দ করেছে । তাদেরকে আইনি প্রক্রিয়া শেষ করে কোর্টে চালান দেওয়ার প্রক্রিয়া চলছে।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে যমুনায় পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে গোসল করতে গিয়ে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।রবিবার …

Leave a Reply

Your email address will not be published.