লোকাল নিউজ ডেস্ক : টাঙ্গাইলের ভুঞাপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ হাজার দুঃস্থ পরিবারের মাঝে ১০কেজি করে চাল, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে । বুধবার উপজেলার নিকরাইল ইউনিয়নে ১ হাজার, গোবিন্দাসী ৯শ, গাবসার ১হাজার ৭শ, অর্জুনা ১ হাজার ২শ, ফলদা ইউনিয়নে ৭শ ও ভূঞাপুর পৌরসভার ৫শ বন্যার্ত পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, মোস্তাফিজুর রহমান বাবলু, মনিরুজামান মনির, আইয়ুব আলী মোল্লা, সাইদুল ইসলাম তালুকদার দুদু প্রমুখ।