লোকাল নিউজ ডেস্ক : টাঙ্গাইলরে ভূঞাপুরে ৭ মামলার ফেরোয়ারি আসামী কুখ্যাত ডাকাত আলমকে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেেছ ভঞাপুর থানা পুলিশ।

বুধবার রাত ১ টায় তাকে গ্রেফতার করা হয়। টাঙ্গাইলরে পুৃৃলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম এর নির্দেশনায় ভূঞাপুর থানার অফসিার ইনর্চাজ মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে এস আই আনিসুর রহমানসহ সঙ্গীয় অফিসার-র্ফোস ভূঞাপুর থানার বানিয়াবাড়ী গ্রাম থেকে কুখ্যাত ডাকাত মো. আলম ওরফে জাহাঙ্গীর আলম (৩৬)কে তার নিজ বাড়ি থেকে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
আলম ডাকাত ০৭ টি মামলার ফেরোয়ারী আসামী। তার নামে আদালতে একাধিক গ্রেফতারী পরোয়ানাও রয়েছে।
তার বিরুদ্ধে ভূঞাপুর থানার মামলা নং- ০১ তাং- ০৩/০৬/২০২০ ধারা – ২০১৮ সনের মাদকদ্রব্য নয়িন্ত্রন আইনের ৩৬(১)টবেলি ১০(ক) রুজু করে আদালতে সোর্পদ করা হয়েছে।