নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা ও পৌর বিএনপি’র সম্মেলন রবিবার (১৬ অক্টোবর) সম্পন্ন হয়েছে।
টাঙ্গাইল জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহীন এর সভাপতিত্বে গোলাম মোস্তফা মিয়াকে সভাপতি ও মোঃ সেলিমুজ্জামান সেলুকে সাধারণ সম্পাদক করে উপজেলা বিএনপি এবং মোঃ জাহাঙ্গীর হোসেনকে সভাপতি ও গিয়াস উদ্দিনকে সাধারণ সম্পাদক করে পৌর বিএনপির কমিটি গঠন কর হয়। পূর্নাঙ্গ কমিটি করার জন্য নব নির্বাচিত সভাপতি ও সম্পাদকদের দায়িত্ব প্রদান করা হয়েছে।চলতি মাসে দ্রুত সময়ের মধ্যে সভাপতি-সম্পাদকরা পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নিদের্শনা প্রদান করা হয়েছে।এসময় উপস্থিতি ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট ফরহাদ ইকবাল, কাজী শফিকুর রহমান লিটন, আতাউর রহমান জিনাহ্, আবুল কাশেম, দেওয়ান শফিকুল ইসলাম, সদস্য, এডভোকেট আলী ইমাম তপন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক লুৎফর রহমান (ভোলা), লুৎফর রহমান গিয়াস, সদস্য সচিব খাইরুল ইসলাম খান প্রমুখ।