ভূঞাপুর উপজেলা পরিষদ উপ-নির্বাচনে নৌকার টিকিট পেতে মরিয়া ১ ডজন নেতা, বিএনপি’র ১

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকেই নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে।

ইতোমধ্যে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের এক ডজন নেতা লবিং গ্রূপিং শুরু করেছেন। শুভেচ্ছা পোস্টারে ছেয়ে গেছে উপজেলার বিভিন্ন অলিগলি। যোগাযোগ রাখছেন কেন্দ্র ও জেলার নেতাদের সঙ্গে। উঠান বৈঠকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চায়ের স্টলে চলছে নানা আলোচনা। কে ধরছেন নৌকার হাল? আওয়ামী লীগের মনোনয়ন পেতে যারা মাঠ চষে বেড়াচ্ছেন তাদের মধ্যে রয়েছেন, আওয়ামী লীগের প্রয়াত উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেটের সহধর্মিনী উপজেলা মহিলা লীগের সভাপতি ও লোকমান ফকির মহিলা কলেজের সহকারী অধ্যাপক নার্গিস আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল ইসলাম তালুকদার মোহন, জেলা পরিষদের সদস্য আজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, নিকরাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোতালেব সরকার, এডভোকেট জাহিদ শামস হুমায়ুনসহ প্রায় একডজন মনোনয়ন প্রত্যাশী।

এদিকে, বিএনপি দলীয়ভাবে কাউকে মনোনয়ন না দিলেও গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা বিএনপি’র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু গণসংযোগ শুরু করেছেন। যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন দলীয় নেতা কর্মীদের সাথে। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলাউদ্দিন মিয়া তুলা গণযোগাযোগ করে চলছেন।আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নার্গিস আক্তার বলেন, আমার স্বামী টানা দুইবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। আমি নিজেও আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। আশা করি দল আমাকে মনোনয়ন দিবে। আমি নৌকা প্রতীক পেয়ে নির্বাচিত হলে আমার স্বামীর রেখে যাওয়া অসমাপ্ত কাজ সমাপ্ত করবো এবং ভূঞাপুরকে মডেল উপজেলায় পরিণত করবো।

এ বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এএইচএম কামরুল হাসান বলেন, ভূঞাপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনের জন্য মনোনয়ন উত্তোলন ও দাখিলের শেষ তারিখ ৯ অক্টোবর, মনোনয়ন যাচাই-বাছাই ১১ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ২ নভেম্বর। এ লক্ষ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আশা করছি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে যমুনায় পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে গোসল করতে গিয়ে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।রবিবার …

Leave a Reply

Your email address will not be published.