লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬জন অভিভাবক প্রতিনিধি পদে প্রার্থীর মধ্যে ৪ জন নির্বাচিত হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় । সন্ধায় নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহিনুর ইসলাম ফলাফল ঘোষনা করেন। নির্বাচনে – মো. বাবলু মন্ডল প্রথম, মো. আমিন মন্ডল দ্বিতীয় , মো. হাসান আলী তৃতীয় এবং রফিকুল ইসলাম মনি চতুর্থ হয়ে বিজয়ী হয়েছেন । আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে সংরক্ষিত অভিভাবক প্রতিনিধি নাছিমা বেগম। প্রশাসনিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন ভূঞাপুর থানার এস আই লিটন সহ ৬ জন পুলিশ ।
বিদ্যালয়ের নির্বাচন কমিশনারের সূত্রে জানা গেছে, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে তফসিল ঘোষনার পর ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং ৬জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেন। আর এ ৬জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেন। এছাড়া সংরক্ষিত অভিভাবক প্রতিনিধি হিসেবে নাছিমা বেগম এক মাত্র প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। নির্বাচনের প্রিজাইডিং অফিসার বলেন, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন সুষ্টু ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল হতে বিকেল পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে অভিভাবক প্রতিনিধি হিসেবে ৬জন প্রার্থীর মধ্যে ৪জন প্রার্থী নির্বাচিত হয়েছে। এদের মধ্যে মো. বাবলু মন্ডল ৭৭০ ভোট পেয়ে প্রথম, মো. আমিন মন্ডল ৭৫৯ ভোট পেয়ে দ্বিতীয়, মো. হাসান আলী ৫৬৭ ভোট পেয়ে তৃতীয় ও রফিকুল ইসলাম মনি ৫৩৫ ভোট পেয়ে চতুর্থ হয়েছে। আর সংরক্ষিত অভিভাবক প্রতিনিধি পদে নাছিমা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ।