নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১০ নভেম্বর) সকাল ১১টায় অত্র বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় বিদ্যালয়ের পরিচালনা পরিষদ কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম বাবু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহিনুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগে সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইকরাম উদ্দিন তারা মৃধা, সাবেক চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম আমিন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ আলী, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সকল সদস্য, শিক্ষক-শিক্ষিকা-কর্মচারি, অবিভাবক ও বিদায়ী শিক্ষার্থীবৃন্দ।