ভূঞাপুর গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

 


লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ৫ মার্চ সোমবার অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মুজাহীদের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সহ-সম্পাদক খন্দকার মশিউজ্জামান রোমেল (সিআইপি)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহীনুর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক মিঞা, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকরাম উদ্দিন তারা মৃধা, গোবিন্দাসী ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ আলী, ব্যবসায়ী শফিকুল ইসলাম বাবু, বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ বসাক, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের টাঙ্গাইল জেলা শাখার সাধারন সম্পাদক রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাজেরুল ইসলাম সনেট প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক আব্দুল আজিজ বিএসসি, হাবিবুর রহমান সংগ্রাম ও আব্দুল লতিফ তালুকদার।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরের শাহিদা আন্তঃ ঢাকা বিভাগীয় পর্যায়ে দৌড়ে চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত আন্তঃ ঢাকা বিভাগীয় পর্যায়ে ১০০ ও …

Leave a Reply

Your email address will not be published.