মামুন সরকার, ভূঞাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিষেশ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া মাহফিল ও আলোচনা সভায় বিদ্যালয় পরিচলনা পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মুজাহীদ শাহীন সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাসরীন পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহিনুল ইসলাম, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিন তারা মৃধা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। এসময় বক্তারা উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান মুক্তিযোদ্ধের তাৎপর্য তুলে ধরেন। দোয়া মাহফিল পরিচালনা করেন, বিদ্যালয়ের হেড মাওলানা আলহাজ¦ মো. শহিদুল ইসলাম।