লোকাল নিউজ ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পৌর এলাকায় টায়ার ও কাঠের গুড়িতে আগুন দিয়ে শীত নিবারন করছে শীতার্ত মানুুষ। কযেক দিনের টানা ঘন কুয়াশায় টেলকিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।শীতের প্রকপে সাধারন মানুষের স্বাভাবিক জীবন যাপন অতিবাহিত করা কঠিন হয়ে পড়ছে।সঠিক সময়ে কাজে যোগদান করতে পারছেনা খেটে খাওয়া মানুষ।
উপজেলার বিভিন্ন স্থানে টায়ার ও কাঠের গুড়িতে আগুন দিয়ে শীত নিবারন করতে দেখা গেছে শীতার্ত মানুুষদের।্স্থানীীয় হাট বাজার গুলোতে ক্রেতা বিক্রেতার উপস্থিতিও অনেকাংশে কমে গেছে।সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার হাট বাজার গুলোতে বিভিন্ন স্থানে খড়,কাগজ, টায়ার ও কাঠের গুড়িতে আগুন দিয়ে শীত নিবারন করছে শীতার্ত মানুুষেরা।অধিক শীতের কারনে ভীড় জমাচ্ছে ফুটপাতের কাপড়ের দোকান গুলোতে শীতের কাপড় কিনতে। ভয়াবহ শীতের কারনে সটিক সময়ে যানবাহন নিয়েও বের হচ্ছেনা যানবাহন মালিক ও শ্রমিকরা। শীত যতই বাড়ছে গরীব অসহায় ও বৃদ্ধ মানুষ ততই থর থর কাঁপনি কাঁপছে। টানা কয়েক দিনের ঘন কুয়াশায় টেলকিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এ ্এলাকার মানুষের ।সুর্যের আলো কিছু সময়ের জন্য দেখা গেলেই সামান্য তাপের জন্য অফিস থেকে বাহিরে বের হয়ে আসছে কর্মকর্তা-কর্মচারিরা। দেখতে এমনি মনে হয় যেন চাতক পাখির মত চেয়ে থাকছে সুর্যের কিরনের জন্য।

