ভূঞাপুর থানা পুলিশের মাদক বিরোধী মোটর শোভাযাত্রা


নিজস্ব প্রতিবেদক ঃ “চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই শ্লোগানকে সামনে নিয়ে ৩ জুন রবিবার বেলা সাড়ে ১০ টায় টাঙ্গাইলের ভূঞাপুর থানা পুলিশ এক মাদক বিরোধী মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে মহড়া দেয়। শোভাযাত্রাটি থানা গেট থেকে শুরু করে উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থান প্রদক্ষিন করে আবার একই স্থানে এসে শেষ করে। এসময় তারা জনগণ কে সচেতন করার লক্ষে মাদক বিরোধী বিভিন্ন ব্যানার, ফেস্টুন বহন করে। এতে উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালাম মিয়া, ইন্সপেক্টর মোঃ আলমগীর আশরাফসহ থানার সকল অফিসার ও সহকর্মীবৃন্দ। এব্যাপারে ভূঞাপুর থানার এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানায় যে সারা দেশে সবচেয়ে আলোচিত বিষয়ের হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন করা। ভূঞাপুর থানা পুলিশের এ রকম মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জনগণকে মাদক নির্মূলে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানায় ভূঞাপুর থানা পুলিশ।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

জামায়াতের আর্থিক সহায়তা পেলো ভূঞাপুরের শহিদ পলাশের পরিবার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ মো. ফিরোজ তালুকদার পলাশের পরিবারের পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *