নিজস্ব প্রতিবেদক:টাঙ্গাইলের ভূঞাপুরেকরোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় গণসচেতনতা সৃষ্টির লক্ষে রবিবার(২১ মার্চ) বিকেলে ভূঞাপুর থানা পুলিশের উদ্যোগে বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় মাস্ক বিতরণ করা হয়।

আসছে রে ভাই নতুন ঢেউ,মাস্ক বিনা বের না হই কেউ-লেখা সম্বলিত প্ল্যাকাড হাতে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল ওহাবের নেতৃত্তে¡ পুলিশ সদস্যরা পরিবহণ শ্রমিক,দোকানী ও পথচার দের মাঝে দুই শতাধিক মাস্ক বিতরণ করেণ।