লোকাল নিউজ ডেস্ক: ভূঞাপুর দিপালী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে কর্মহীন,অসহায় ও হতদরিদ্র্যদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল )বিকালে শিয়ালকোল শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির। দিপালী স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা আক্তারুজ্জামান খান দিপাদী, দিপালী স্পোর্টিং ক্লাবের সভাপতি ও ৯নং ওয়ার্ড কাউন্সির খন্দকার জাহিদ হাসান, দিপালী স্পোর্টিং ক্লাবের উপদেষ্ঠা ও লোকেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আকরাম হোসেন খান, ভূঞাপুর পৌরসভার সাবেক কমিশনার আজহারুল ইসলাম আজহার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, শহর ছাত্রলীগের সভাপতি রোমান সরকার প্রমুখ। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল আলু ও পেয়াজ।