লোকাল নিউজ ডেস্ক ঃ গতকাল সোমবার ভূঞাপুর উপজেলার নিকলা দড়িপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ভূঞাপুর ব্রাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচির আয়োজনে বাল্য বিবাহ প্রতিরোধে বিদ্যালয়ের ছেলে মেয়েদের মাঝে সচেতনতা সৃস্টির লক্ষে আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ, অলোয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশনেয় নিকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়াজেদুল ইসলাম, ব্রাকের টাঙ্গাইল জেলা সিনিয়র ব্যবস্থাপক মিঃ লুইস গমেজ, ব্রাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর ভূঞাপুর উপজেলা শাখার মাঠ সংগঠক মোছাঃ শাহনাজ পারভীন, নিকলা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ ফজলুল হক, ভূঞাপুর থানার এস, আই মোঃ হারুন অর রশিদ, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আতোয়ার রহমান তালুকদার মিন্টু, সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান প্রমুখ। সভায় উপস্থিত ছাত্র/ছাত্রীরা বাল্য বিবাহর কুফল বিষয়ে তাদের অভিব্যক্ত প্রকাশ করে। উপজেলা নির্বাহী অফিসার বলেন বাল্য বিবাহে দেশের মধ্যে টাঙ্গাইল জেলা ৪ নম্বর ঝুকিতে আছে। অতএব আমাদের কে আরো সচেতন হয়ে একেবারে নির্মূল করতে হবে। পরে ব্রাকের পক্ষ থেকে ছাত্র/ছাত্রীদের একটি করে লাল কার্ড প্রদান করা হয়। এতে আছে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, ব্রাক সামাজিক কর্মকর্তা, হেলপ লাইনের মোবাইল নম্বর যা থেকে তারা সহজে বাল্য বিবাহ রোধে সহজে সহযোগিতা নিতে পারবে।
এটাও চেক করতে পারেন
ভূঞাপুরে দূর্ধর্ষ ডাকাতি স্বামী ও স্ত্রীকে কুপিয়ে আহত
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এঘটনায় সেনা সদস্য …