লোকাল নিউজ ডেস্ক ঃ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পৌর এলাকার পুকুরিয়া শিয়ালকোল জামে মসজিদের বার্র্ষিক ওয়াজ মাহফিল গত ৩০ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার দিবাগত রাতে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। লোকেরপাড়া ও. এস. ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ বখতিয়ার খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের তথ্য ও প্রযুুক্তি বিষয়ক সম্পাদক মোঃ তানভির হাসান ছোট মনির। প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ করেন সাবেক পিস. টিভি. আলোচক শায়েখ ডা. মুসলেউদ্দিন। এছাড়া স্থানীয় ওলামায়ে কেরামগন ওয়াজ পেশ করেন। মাহফিলে অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহন করেন।
এটাও চেক করতে পারেন
ভূঞাপুরে মুনিয়া হত্যা মামলার আসামি স্বামী মুস্তাক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল ভূঞাপুরে জান্নাতুল ফেরদৌস মুনিয়া (৩১) হ”ত্যা” মামলার আসামি স্বামী মুস্তাককে (৪৭)গ্রেফতার …
একটি মন্তব্য
Pingback: ঘাটাইলে মসজিদের মালিকানা দাবি করে দরজায় তালা ভুঞাপুর লোকাল নিউজ