নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের ভূঞাপুরে গত ২৯ মে বুধবার উপজেলা প্রেসক্লাবের উদ্দ্যোগে স্বাধীনতা কমপ্লেক্স অডিটরিয়ামে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে ভূঞাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আসাদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ, সহকারি কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন, থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম, পৌর মেয়র মো. মাসুদুল হক মাসুদ, উপজেলা ভাইস চেরায়ম্যান মো. মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, সাবেক ভাইস চেয়ারম্যান মো. শাহিনুল ইসলাম তরফদার বাদল, উপজেলার নিকরাইল ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতিন সরকার, অলোয়া ইউপি চেয়ারম্যান মো. রহিজ উদ্দিন, বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার সভাপতি মো. আব্দুর রাজ্জাক, সাধারন সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সম্পাদক মো. ইব্রাহীম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মামুন সরকার প্রমুখ। এছাড়াও বিভিন্ন শ্র্রেণী পেশার গন্য মান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
