নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাবের (২০২৪-২০২৫) সনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুর রাজ্জাক (দৈনিক কালের কণ্ঠ) ও সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন (মানবজমিন)। গত শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর ৩ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভূঞাপুর প্রেসক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে গঠিত ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু (দৈনিক আমাদের সময়), সহ-সভাপতি সৈয়দ সরোয়ার সাদী রাজু (দৈনিক আজকালের খবর), যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শাহীন (জনকন্ঠ), সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম ভূঁইয়া (প্রতিদিনের সংবাদ), কোষাধ্যক্ষ মামুন সরকার (দৈনিক আমার সংবাদ), ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কোরবান আলী তালুকদার ( বাংলাদেশ বুলেটিন), দপ্তর ও পাঠাগার সম্পাদক মাহমুদুল হাসান (দৈনিক ঢাকার ঢাক), কার্যকরী সদস্যরা হলেন- আল আমিন শোভন (আনন্দ টিভি), কাজী গোলাম রব্বানী ইমরান (দৈনিক ঢাকা), মোঃ নাসির উদ্দিন (দৈনিক দেশ রুপান্তর) ও রফিকুল ইসলাম রবি (দৈনিক দেশকাল )। নির্বাচনে ৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, ইবরাহিম খা সরকারি কলেজের প্রভাষক আনোয়ারুল ইসলাম পাপ্পু, টাঙ্গাইল প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, নবনির্বাচিত দপ্তর সম্পাদক অরন্য ইমতিয়াজ।