লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুর বর্ণাঢ্য র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে এশিয়ান টিভির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার ( ১৮ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভূঞাপুর প্রেসক্লাবের সামনে থেকে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

র্যালিতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, সমাজকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি শেষে কেক কাটা হয়। উপস্থিত অতিথিবৃন্দ এশিয়ান টিভির সার্বিক মঙ্গল ও এর উত্তারোত্তর সমৃদ্ধি কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, সহ সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, যুগ্ম সম্পাদক সৈয়দ সরোয়ার সাদী রাজু, গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার, এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি জুলিয়া পারভেজ, সাংবাদিক মিজানুর রহমান, প্রমুখ।