ভূঞাপুর মেয়র প্রার্থীর নৌকা প্রতীক পেয়ে মিছিল

নিজস্ব প্রতিবেদক: তৃতীয় দফায় আগামী ৩০ জানুয়ারি টাঙ্গাইলের ভূঞাপুরে পৌর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ পৌর নির্বাচনকে সামনে রেখে মেয়রসহ কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ প্রদান করেছে উপজেলা নির্বাচন কমিশন। প্রতীক পাওয়া মাত্রই কর্মী সমর্থক নিয়ে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌরসভায় ৯টি ওয়ার্ডে ২১ হাজার ৭’শ ২৯জন ভোটারের মধ্যে মেয়র পদে ৩ জন, সাধারণ (কাউন্সিলর) পদে ৩০জন ও সংরক্ষিত মহিলা আসনে ১১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।মেয়র পদে আ’লীগ মনোনীত (নৌকা প্রতীক) নিয়ে বর্তমান মেয়র ও ভূঞাপুর উপজেলা আ’লীগের সভাপতি মাসুদুল হক মাসুদের পক্ষে প্রতীক পাওয়া মাত্রই কর্মী সমর্থক নিয়ে প্রার্থীর পক্ষে মিছিল বের করা হয়।মিছিল পেীর এলাকার বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে এবং দোকানে বাসা বাড়িতে ভোট প্রার্থনা করে।এ সময় অসংখ্য নেতাকর্মী মিছিলে যোগ দেন।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

দশ লাখ টাকা ছিনতাইয়ের নাটক সাজানো মালেক এখন ভূঞাপুর থানায় পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর জনতা ব্যাংক থেকে দশ লাখ টাকা ছিনতাইয়ের নাটক সাজানো মালেক এখন …

Leave a Reply

Your email address will not be published.