নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের ভূঞাপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৩ বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় জোট কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়।

জোটের সভাপতি নিখিল চন্দ্র বসাকের সভাপতিত্বে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পৌর মেয়র মাসুদুল হক মাসুদ। জলিল আকন্দকে সভাপতি এবং হাসান ছরোয়ার লাভলুকে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আশরাফ আলী তালুকদার, অাব্দুল করিম খান, মোস্তাফিজুর রহমান, মঙ্গল চন্দ্র সাহা, সেলিম পারভেজ, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম রিপন, এস.এম জসিম উদ্দিন, মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, অর্থ সম্পাদক হারুন অর রশিদ হিটলার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আখতার হোসেন খান, তথ্য গবেষণা সম্পাদক আলী রেজা, ক্রীড়া সম্পাদক বজলুর রহমান, সংগীত সম্পাদক সোহরাব জোয়াদ্দার, চারু ও কারুকলা সম্পাদক এম.কে হাতেম, জন সংযোগ সম্পাদক কায়ছার হোসেন খান, নাট্য সম্পাদক শংকর সরকার, সমাজ কল্যাণ সম্পাদক ইকবাল হোসেন বাবলু, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী ও দপ্তর সম্পাদক খোরশেদ আলম খোকন।