আঃ রশিদ তালুকদার,
ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে জে.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহীউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ, বিশেষ অতিথি উপজেলা শিক্ষা অফিসার শাহনেওয়াজ পারভীন, একাডেমিক সুপার ভাইজার তাহমিনা আক্তার, বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী জহুরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মোঃ হারুন অর রশিদ, দোয়া পরিচালনা করেন ভুঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শহীদুল ইসলাম। এবছর ভুঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২৯০ জন পরীক্ষার্থী জে.এস.সি পরীক্ষায় অংশ নিচ্ছে।