নিজস্ব প্রতিবেদক::টাঙ্গাইলের ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতুপূর্ব সড়ক দখল করে অবৈধভাবে ইটের ব্যবসা করছে এনামুল নামের স্থানীয় এক ইট ব্যবসায়ী। এতে সড়কের পাশে ওই ইট পড়ে তিন পরিবারের বসত ঘর ভেঙে গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলো প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দিয়েছে। অন্যদিকে সড়কের ওপর ইট রেখে ব্যবসা করায় ওই এলাকায় প্রতিনিয়ত দূর্ঘটনা ও যানজটের সৃষ্টি হচ্ছে।

ইট পড়ে ক্ষতিগ্রস্থ কাজলী, রহিম ও মিঠুন বলেন- নিজেদের থাকার মতো ভিটে-মাটি নেই। সড়কের ঢালে টিনের ঘর তুলে থাকছি এর পাশে সড়ক দখল রাস্তার ওপর অবৈধভাবে ইটের ব্যববা করে আসছে এনামুল। প্রায়ই ইটগুলো বাড়িতে পড়ে গিয়ে ঘরের আসবাবপত্র ভেঙে যায়। শুধু তাই নয়, ইট রাখার ফলে মৃত্যুর ঝুঁকি নিয়ে আতঙ্কে রয়েছি।
তাঁরা আরও জানান, গত মঙ্গলবার ইটের স্তুব পড়ে ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। ভূঞাপুর থানায় একটি সাধারণ জিডিও করা হয়েছে।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- ক্ষতিগ্রস্থ ব্যক্তিরা থানায় মৌখিক অভিযোগ করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।