ভূঞাপুর হাসপাতালে মা ও শিশু পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের ভূঞাপুরে মা ও শিশু স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নয় বিষয়ক এক কর্মশালা বুধবার উপজেলার স্বাস্থ্য ও পরিবার করিকল্পনা বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পাটনার্স হেল্থ ডেভোলোপমেন্টের (পি এইচ ডি) আয়োজনে ইউনিসেফের সহযোগিতায় এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আবু সামা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম এডভোকেট, ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম তরফদার বাদল, হোসনে আরা বেবী, সহকারি কমিশনার (ভুমি) মোঃ শরিফ আহম্মদ, সমাজ সেবা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জমাদ্দার, মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লীক, ইউ পি চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, আয়ুব আলী মোল্লা, মনিরুজ্জামান মিয়া, পি এইচ ডি ভূঞাপুর উপজেলা সমন্বয়ক সেখ হাবিবুর রহমান। এতে জানানো হয় গত ৬ মাসে স্থানীয় স্বাস্থ্য সেবা প্রদানকারীদেও মা, নবজাতক ও শিশু স্বাস্থ্য প্রদানে সক্ষমতা বৃদ্ধির লক্ষে পি এইচ ডির মাধ্যমে ১৮টি সিসিতে ১ লাখ ২৬ হাজার টাকার অনুদান প্রদান, ৫টি ইউএইচএফডাব্লিউসি তে ৪৮ হাজার টাকা, ৯৩জন গর্ভবতী মাকে আর্থিক সহয়তা ও ৮ জন শিশুকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত মাঠ কর্মীদের মা ও শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে প্রশিক্ষন দিয়ে আসছে।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

শহীদদের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ- সালাউদ্দিন আহমেদ 

নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, শহীদদের স্বপ্নের অসম্প্রদায়িক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *