ভূঞাপুুরে ছাএদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্র্ষিকী পালন

লোকাল নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের ভূঞাপুরে ০২ জানুয়ারী মঙ্গলবার বেলা ১১টায় র‌্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা ও পৌর ছাএ দল।জাতীয়তাবাদী ছাএদলে ৩৯তম প্রতিষ্ঠা বার্র্ষিকী উপলক্ষে এ র‌্যালি বের করা হয়।র‌্যালিটি স্থানীয় বাসষ্ট্যান্ড এলাকা লিপি ইলেক্ট্রনিক এর সামন থেকে শুরু হয়ে পৌর এলাকা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।পরে ইফতি প্রেসের পেছন মাঠে আলোচনা সভা করে।এতে সভাপতিত্ব করেন,উপজেলা ছাএ দলের সভাপতি রাজিব হোসেন কফিল। প্রধান আতিথি ছিলেন টঙ্গাইল জেলা ছাএ দলের ভারপ্রাপ্ত সভাপতি মো: মনিরুজ্জামান জুয়েল, বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলার ছাএদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, ভূূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান(সেলু), পৌর বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীন।এ সময় বক্তব্য রাখেন, ছাএদল নেতা তপন, অর্জুনা ইউনিয়ন ছাএদলের সভাপতি মেহেদী হাসান, গাবসারা ইউনিয়ন ছাএদলের সাধারণ সম্পাদক মো: আরিফ হোসেন,ফলদা ইউনিয়ন ছাএদলের সভাপতি মাহ্ফুজ হোসেন প্রমূখ।প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সরকার নির্বাচনকে সামনে রেখে নানা তাল বাহানা করছে।ছাএদল তথা বিএনপির উপর মিথ্যা মামলা ও নির্র্যাতন করা হচ্ছে।নেতা কর্মীদের উপর হয়রানি,জুলুম বন্ধ করে অবাদ সুষ্ঠ নির্বাচনের প্রক্রিয়া না করলে ছাএদলের পক্ষ থেকে কঠর আন্দোলনের ডাক দেওয়া হবে। এ সময় উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের প্রায় ১ দেড় হাজার ছাএদলের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

জামায়াতের আর্থিক সহায়তা পেলো ভূঞাপুরের শহিদ পলাশের পরিবার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ মো. ফিরোজ তালুকদার পলাশের পরিবারের পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *