লোকাল নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের ভূঞাপুরে শহীদ জিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলামের উপর বর্বোরিচিত হামলার সুষ্ট বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে প্রতিষ্ঠানটির শিক্ষক,ছাত্রী ও কর্মচারীরা।মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে এ মানব বন্ধন করা হয়।পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করে।এতে উল্লেখ করা হয় গত ১২ অগষ্ট শহীদ জিয়া মহিলা কলেজের ১০১ নং কক্ষে সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ১২ টার সময় ইংরেজী পাঠদান করছিলেন ক্লাশ শুরুর ১৭ মিনিট পর ৩ জন ছাত্রী ক্লাশে প্রবেশের অনুমতি চাইলে বিলম্বের জবাবদিহি করলে একজন ছাত্রী তার পিতা ঐ কলেজেরই সহকারী গ্রন্থাগারিক আব্দুস সামাদ সরকারের কথা বলেন।এর পরই আব্দুস সামাদ বহিরাগতদের নিয়ে ক্লাশরুমে প্রবেশ করে পাঠদানরত অবস্থায় সহকারী অধ্যাপক রফিকুল ইসলামকে লাঠি দিয়ে পিটিয়ে বিভিন্ন জায়গায় জখম করে। রফিকুল ইসলাম প্রানে বাচার জন্য ক্লাশরুম থেকে বাহির হয়ে আসলে সামাদ সরকারের ভাতিজা অত্র্র কলেজের প্রদর্শক জাহিদুল ইসলাম উক্ত শিক্ষককে কিল ঘুষি মেরে মারাত্বক ভাবে আহত করে। সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম বর্র্তমানে শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।ক্লাশরুমে কর্মচারী কতৃক শিক্ষক পেটানোর পেক্ষিতে শিক্ষকরা নিজেদের সস্মান রক্ষার্থে ৩ দিনের কর্ম বিরতি ও মানব বন্ধন কর্মসূচী পালন করেছে।একই সাথে এই নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও সুষ্ঠ বিচারের দাবি জানিয়েছেন তারা।
এটাও চেক করতে পারেন
বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কোটাবিরোধীদের অবস্থান যান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বর এলাকায় অবস্থান করে কোটাবিরোধী কর্মসূচি পালন করছেন …