লোকাল নিউজ ডেস্ক: “মুজিব বর্ষের আহবান যুব কর্মসংস্থান” এই শ্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার (১ নভেম্বর)দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাসরীন পারভীন।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, বিশেষ অতিথি পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, আলিফ নুর মিনি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামানিক। অনুষ্ঠান শেষে ৩১জন যুবক যবতীদের মাঝে ১০লাখ টাকার ঋৃনের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।