নিজস্ব প্রতিবেদক: ‘প্লাস্টিকের ব্যবহার কম করি, দূষণ মুক্ত পরিবেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে র্যালি করে ভূঞাপুর গার্ল-ইন-স্কাউট।
শনিবার দুপুরে প্লাস্টিক টাইড টার্নার ব্যাজ এর আয়োজনে ভ‚ঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যাললেয় গার্ল-ইন-স্কাউট গ্রæপ এর সহযোগিতায় এ র্যালি করে। র্যালিটি ভ‚ঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এসময় তারা প্লাস্টিক ব্যবহার বিরোধী বিভিন্ন প্লেকাট বহন করে এবং কুফল তুলে ধরেন।