মধুপুরে চলন্ত যাত্রীবাহী বা‌সে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুরে চলন্ত যাত্রীবাহী বা‌সে ডাকাতির ঘটনা ঘটেছে। যাত্রীবা‌হী বা‌সে ডাকাতির ঘটনায় প্রতিবাদ করতে গিয়ে ৭ যাত্রী আহত হ‌য়ে‌ছেন

সোমবার (৩ এপ্রিল) রাত দেড়টার দিকে টাঙ্গাইল-ময়মন‌সিংহ আঞ্চ‌লিক মহাসড়‌কের উপ‌জেলার র‌ক্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘ‌টে।পুলিশ ও বাসযাত্রীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মাদারগঞ্জ স্পেশাল পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে জামালপুরের মাদারগঞ্জ যাচ্ছিল। গাজীপুরের চন্দ্রা থেকে ৭-৮ জনের ডাকাত দল যাত্রীবেশে গাড়িতে ওঠে। বাসটি মধুপুর উপজেলার দেওলাবাড়ি পার হলে ডাকাত দল বাসটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। প‌রে তারা যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালংকার লুটে নেয়। এ সময় যাত্রীরা প্রতিবাদ করতে গেলে ডাকাত দল ৭ যাত্রীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। প‌রে ডাকাত দলের সদস্যরা মধুপুরের রক্তিপাড়ার উত্তর পাশে নরকোণা এলাকায় নেমে পালিয়ে যায়।আহত‌দের ম‌ধ্যে দুজ‌নের প‌রিচয় পাওয়া গে‌ছে। তারা হ‌লেন, জামালপুর সদর উপজেলার মেষ্টা গ্রামের মসির উদ্দিনের ছেলে তারা মিয়া (৪০) ও সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী কাকলি বেগম (৩৫)। তা‌দের উন্নত চি‌কিৎসার জন‌্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে। আহত অপর ৫ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি‌তে ফিরেছেন।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

টাঙ্গাইলে জেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক :টাঙ্গাইলে শেখ হাসিনার বিচারের দাবীতে জেলা বিএনপির আয়োজনে দ্বিতীয় দিনেও অবস্থান কর্মসূচি ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *