মধুপুরে দাদা-নাতির ধর্ষণের শিকার কিশোরী থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মধূপুর উপজেলার কালিয়া কুড়িগ্রামে এক কিশোরীকে অপহরণের পর দাদা-নাতি মিলে রাতভর ধর্ষণ করার অভিযোগ ওঠেছে।

প্রতিকী ছবি

জানাগেছে, উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের কালিয়াকুড়ি গ্রামের নাতি কিশোর চান মিয়া (১৪) ও দাদা কবির হোসেন ওরফে কবজ (৫০) পাশের হাগুড়াকুড়ি উত্তরপাড়া গ্রামের এক কিশোরীকে (১৩) গত ৩০ মে (শনিবার) দুপুরে বাড়ির পাশ থেকে অপহরণ করে নিজেদের বাড়িতে নিয়ে আটকে রাখে। পরে এক নেতার বাড়ির পূর্ব পাশের ঘরের উত্তর পাশের কক্ষে দাদা-নাতি ওই কিশোরীকে রাতভর ধর্ষণ করে। পরদিন রোববার (৩১ মে) ওই কিশোরীকে তার বাড়ির পাশে ফেলে রেখে চলে যায়। পরদিন ওই কিশোরী অসুস্থাবস্থায় বাড়িতে গিয়ে পুরো ঘটনা তার মাকে খুলে বলে।

কিশোরীর অসহায় বাবা স্থানীয় মাতব্বর ও ইউপি সদস্যকে ঘটনা জানায়। পরে কিশোরীর বাবা বাদি হয়ে মধুপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা নং-১, তাং-১/৬/২০২০ইং ।

স্থানীয় ইউপি সদস্য মো. নওশের আলী জানান, ধর্ষকের ভাই মো. ফরিদ মিয়া প্রভাবশালী হওয়ায় কিশোরীকে ধর্ষণের বিষয়টি স্থানীয় পর্যায়ে ধামাচাপা দেওয়ার পায়তারা করছে। থানায় মামলা হলেও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

অভিযুক্ত ধর্ষক কবির হোসেন ওরফে কবজ (দাদা) জানান, নাতির সাথে ওই কিশোরীর কী হয়েছে তা তিনি জনেন না, শাশুড়ি অসুস্থ থাকায় তিনি শ্বশুরবাড়ি গিয়েছিলেন।

এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক কামাল জানান, থানায় মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

কালিহাতীতে মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে মাদরাসা থেকে ঝুলন্ত অবস্থায় রাকিবুল (১১) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার …

Leave a Reply

Your email address will not be published.