নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুরে তোতা মিয়া (৩৫) নামে মাদকাসক্ত ব্যক্তিকে আটক করে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফা জহুরা এ দণ্ড দেন।দণ্ডপ্রাপ্ত তোতা মিয়া ওই উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের পালবাড়ী গ্রামের সুতারপাড়ার আব্দুস ছামাদের ছেলে। স্থানীয়রা জানান, মাদকাসক্ত ছেলে তোতার অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানায় লিখিত অভিযোগ করেন তার বাবা-মা। অভিযোগের ভিত্তিতে পুলিশ শুক্রবার (৩০ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তোতাকে গ্রেফতার করে। শনিবার তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।