নিজস্ব প্রতিবেদক: হিরোইনসহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তের হাতে আটক মাদক ব্যবসায়ী মোছাঃ সোনিয়া বেগমকে গতকাল ২৫ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা ভঙের দায়ে ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় সকল পদ থেকে তাকে বহিস্কার করা হয়েছে ।

এর আগে ২২ সেপ্টেম্বর মদ-ফেন্সিডিলসহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তের হাতে আটক হয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তাকে। মহিলা আওয়ামীলীগের সদস্য সোনিয়া মাদকসহ আটক হওয়ার পর এলাকায় আলোড়ন সৃষ্ঠি হলে দলের ভিতর ব্যাপক সমালোচনার ঝড় উঠে । দলের ভাবমূর্ত্তি নষ্ট হওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি উঠে দলে ভিতরে এবং বাহির থেকে। দলের ভাবমূর্ত্তি নষ্ট ও দলীয় ব্যবস্থার দাবির জোড়ালো হওয়ায় ২৫ সেপ্টেম্বর জরুরী মিটিং আহবান করে উপজেলা মহিলা আওয়ামীলীগ। এ মিটিং এ তার বিরুদ্ধে দলীয় শৃঙখলা পরিপন্থী কর্মকান্ডে অংশগ্রহণ করা, দলীয় ভাবমূর্তি বিনষ্ট করা, মাদক দ্রব্য ব্যবসার সাথে জড়িত থাকায় প্রমান পাওয়ায় দলীয় সকল কর্মকান্ড থেকে তাকে বহিস্কার করা হয়। শনিবার উপজেলা মহিলা আওয়ামীলীগের কমিটির বৈঠকে বহিস্কারের সিন্ধান্ত নেওয়া হয়। পরে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি ও সাধারণ সম্পাদক সাদিয়া আফরিণ লোপা এর যৌথ স্বাক্ষরিত চিঠি রবিবার প্রেস বিজ্ঞপ্তি আকারে পার্টির অফিসে টাঙ্গিয়ে দেওয়া হয় । পরে বাড়িতেও চিঠি পৌছে দেওয়া হয়। বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি বলেন, দলীয় শৃঙখলা রক্ষায় কঠোর অবস্থানে উপজেলা আওয়ামীলীগ । যে যতবড় প্রভাবশালী ব্যাক্তি হোক দলের শৃঙখলা না মানলে দলের ভিতর থেকে সংগঠন বিরোধী কোন কাজ করলে তাকে ছাড় দেওয়া হয় না । দলের গঠন তন্ত্রের নিয়ম অনুসারে ও দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে সোনিয়া বেগমকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে ।