লোকাল নিউজ ডেস্ক: শোকে মর্মাহত ছেলে ধরা গুজবে নিহত টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার মিনুর পরিবারের পাশে দাড়ালেন “ঢাকাস্থ ভূঞাপুর সমিতি” । সমিতির পক্ষ থেকে মিনুর পরিবারের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন সমিতির সদস্যরা।মমঙ্গলবার (১৩ আগষ্ট) সকাল ১১ টায় মিনুর নিজ বাড়িতে এ অর্থ প্রদান করা হয়।
এতে মিনুর স্ত্রী ও পুত্র সন্তানের হাতে এই অর্থ প্রদান করে ঢাকাস্থ ভূঞাপুর সমিতির সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম বুলবুল। আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জের ধামরাই উপজেলার সমাজসেবা অফিসার মোহাম্মদ শিবলীজ্জামান, ঢাকাস্থ ভুঞাপুর সমিতির সহ-সভাপতি গোলাম মোস্তফা গোলাপ । এ সময় বক্তারা সব সময় মিনুর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং মিনু মিয়ার মৃত্যুতে তার পরিবারে যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়। বিনা কারনে যারা মিনুকে হত্যা করেছে তাদের শাস্তির আওতায় আনার দাবি জানান । নিঃস্ব এ পরিবারের জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহবান করেন সমিতির সদস্যরা ।