নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে মাদক বিক্রি, সেবন ও ছিনতাইসহ নানা অপরাধে জড়িত থাকার অপরাধে মির্জাপুর পৌরসভার কাউন্সিলর শহিদুল ইসলাম মাসুমসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার(৭ জুন) রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। কাউন্সিলর মাসুম স্থানীয় এমপি একাব্বর হোসেনের এপিএস উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুনের বড় ভাই।
অন্য গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, মির্জাপুর পৌরসভার বাইমহাটি গ্রামের মান্নান মিয়ার ছেলে ইমন (২০), উপজেলা সদরের ইউনিয়ন পাড়ার আনিসুর রহমানের ছেলে হাবিব (২৬), মহেড়া ইউনিয়নের হাড়ভাঙা গ্রামের বদর উদ্দিনের ছেলে মজনু মিয়া (৩৫), উপজেলা সদরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার সিঅ্যান্ডবি কলোনীর আলাউদ্দিনের ছেলে আল আমিন (১৯), ক্যাডেট কলেজ এলাকার এনামূল হকের ছেলে মাসুদ (২৫), সরিষাদাইড় গ্রামের জগেন্দ্র নাথের ছেলে জগদীস নাথ(২৮), পাহাড়পুর গ্রামের মোকছেদ আলীর ছেলে আব্বাস মিয়া (৪২) ও বাওয়ার কুমারজানী গ্রামের মৃত চান মিয়ার ছেলে মিজান (৩৮)।
মির্জাপুর থানার ওসি একেএম মিজানুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত কাউন্সিলর শহিদুল ইসলাম মাসুমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রি, সেবন ও ছিনতাইসহ নানা অপরাধের সঙ্গে জড়িত। শুক্রবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল-হাজতে পাঠানো হয়েছে।
এটাও চেক করতে পারেন
শহীদদের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ- সালাউদ্দিন আহমেদ
নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, শহীদদের স্বপ্নের অসম্প্রদায়িক …