মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক :টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ।বুধবার (১৭ জুন) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের পেট্রোল পাম্প এলাকা থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আটকরা হলেন, মির্জাপুর পৌর সদরের পোষ্টকামুরী দক্ষিণপাড়ার শওকত হোসেনর ছেলে আমিনুর রহমান, সদরের বাইমহাটি গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে শাকিল, বাদশা মিয়ার ছেলে ফজল ও উপজেলা গোড়াই নয়াপাড়ার মজিবুর রহমানের ছেলে সাজেদুর ইসলাম।গোপন সংবাদের ভিত্তিতে রাতে মির্জাপুর থানার পিএসআই মিজানুর রহমান এসআই মো. হাবিবুর রহমান উকিলের নেতৃত্বে পুলিশ সদস্যরা মহাসড়কের ওই স্থানে আলমগীর হোসেনের বাড়ির উত্তর পাশ থেকে ডাকাতির প্রস্তুতির সময় তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে তিনটি দা, রশি, তিনটি লাইট ও চারটি মোবাইল সেট উদ্ধার করা হয়। 

মির্জাপুর থানার ওসি সায়েদুর রহমান জানান, বুধবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের পেট্রোল পাম্প এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা একাধিক ডাকাতি ও মাদক মামলার আসামি।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

মির্জাপুরে বাবাকে ভাড়াটিয়া খুনি দিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আটক

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে বাবা আউয়ালকে ভাড়াটিয়া খুনি দিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আসাদুজ্জামান …

Leave a Reply

Your email address will not be published.