নিজস্ব প্রতিবেদক ঃ টাঙ্গাইলের মির্জাপুরে ৮৫ বস্তা নিষিদ্ধ পলিসহ ট্রাকের চালক ও হেলপাড়কে গ্রেফতার করেছে গোড়াই হাইওয়ে থানা পুলিশ।

গোড়াই হাইওয়ে থানা পুলিশ জানান,বুধবার মধ্য রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার কুর্ণীএলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ট্রাকের ড্রাইভার রংপুরের তপদত এলাকার বোদা রায়ের ছেলে মিলন রায় (২৮) এবং হেলপাড় একই জেলার জলছত্র এলাকার মুখলেছুর রহমানের ছেলে শামিম (২৭)। এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানা পুলিশের ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলির বস্তাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। অভিযানে টের পেয়ে তাদের সাথে থাকা আরো ২ জন পালিয়ে যায়। উদ্ধারকৃত নিষিদ্ধ পলির মূল্য আনুমানিক ৭ লাখ ৬০ হাজার টাকা। গ্রেফতারকৃতরা নিষিদ্ধ পলি বিক্রির জন্য ঢাকা থেকে রংপুরে যাচ্ছিলো। এ ব্যাপারে বৃহস্পতিবার সকালে হাইওয়ে থানা পুলিশ বাদি হয়ে থানায় মামলা করেন। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে বলে জানান তিনি।