লকডাউন ঘোষণায় ভূঞাপুরে বাজারে ক্রেতাদের ভীড়

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে লকডাউন ঘোষণায় টাঙ্গাইলের ভূঞাপুরে বাজার গুলোতে ভীড় বেড়েছে ক্রেতাদের। এতে মানুষজন প্রয়োজনের তুলনায় বেশি বাজার করতে দেখা গেছে।

রোববার (৪ এপ্রিল) ভূঞাপুর বাজার,শিয়ালকোল,গোবিন্দাসি,কুঠিবয়ড়া ও নলিনসহ উপজেলার বড় বড় কয়েকটি বাজারে গিয়ে মানুষদের উপচেপড়া ভীড় দেখা গেছে। এতে কারোর মধ্যে স্বাস্থ্যবিধি মানার কোন প্রবনতা দেখা যায়নি। এছাড়া মাস্ক ব্যবহার করতেও দেখা যায়নি অনেককে।বাজারে আসা মানুষজন বলেন, গত বছর করোনাকালে লকডাউনে বাজারে জিনিষপত্রের দাম বেড়ে গিয়েছিল। এবারও সরকার লকডাউন ঘোষণা করেছে। বাজারে জিনিষপত্রের দাম বাড়ার আশঙ্কায় আগে ভাগেই বাজার করতে এসেছে তারা।ভূঞাপুর বাজারে আসা শুকুর আলী ভূইয়া বলেন, লকডাউন ঘোষণা করায় বাজারে মানুষের উপস্থিতি সকাল থেকেই শুরু হয়েছে। অনেকেই প্রয়োজনের তুলনায় বাড়তি বাজার করছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান বলেন, লকডাউন বিষয়ে এখন পর্যন্ত নির্দেশনা পাইনি। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারী রয়েছে।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

মির্জাপুরে বাবাকে ভাড়াটিয়া খুনি দিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আটক

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে বাবা আউয়ালকে ভাড়াটিয়া খুনি দিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আসাদুজ্জামান …

Leave a Reply

Your email address will not be published.