লালমনিরহাটে জাতীয় পার্টি থেকে ২শতধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

নিজস্ব প্রতিবেদক : দলের কাছে যথাযথ মূল্যায়ন না পাওয়ায় বিএনপি’র আদর্শ ভালো লাগায় লালমনিরহাটে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে ।


শনিবার (২৭ এপ্রিল) রাতে সদর উপজেলার দেউতিরহাট স্কুলমাঠে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর হাত ধরে দলে যোগদান করেন তারা।

বিএনপি নেতা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু পঞ্চগ্রাম ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নুরউদ্দিন ও সম্পাদক মাইদুল ইসলামের নেতৃত্বে জাতীয় পার্টির নেতাকর্মীদের হাতে ধানের শীষ তুলে দিয়ে বিএনপিতে বরণ করে নেন।

এদিকে আসন্ন উপজেলা নির্বাচনে অংশ না নেয়া নিয়ে কঠোর অবস্থানে রয়েছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেয়ায় সারাদেশের ৭৩ জন নেতাকে প্রাথমিক পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।

শুক্রবার (২৬ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক চিঠিতে বহিষ্কারের কথা জানানো হয়। জানা গেছে, বহিষ্কৃত এসব নেতারা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন। দলের সিদ্ধান্ত না মানার জন্যই তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে ।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

মারা গেছেন আলোচিত ‘জল্লাদ’ শাহজাহান

নিজস্ব প্রতিবেদক : মারা গেছেন আলোচিত মামলায় সাজাপ্রাপ্ত ৬০ জনের ফাঁসির রায় কার্যকর করা ‘জল্লাদ’ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *