লোকাল নিউজ ডেস্ক ঃ ঘাটাইলের লোকেরপাড়া আলহাজ হাফেজ মাওলানা আনিছুর রহমান খান (রাহিঃ) হাফিজিয়া মাদরাসার ৩২তম বার্ষিক ওয়াজ মাহফিল গত ১লা ডিসেম্বর শুক্রবার দিবাগত রাতে অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা প্রাঙ্গন আয়োজিত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন লোকেরপাড়া ও. এস. ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ বখ্তিয়ার খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ট্রান্সপোর্ট ঢাকা-এর ডিরেক্টর ও অএ মাদরাসার প্রধান পৃষ্ঠপোষক আলহাজ¦ মোহাম¥দ ওসমান। বিশেষ অতিথিবৃন্দ ছিলেন আলহাজ্ব হাফেজ আব্দুল্লাহ আল-মামুন, আলহাজ¦ মোহাম্মদ ইয়াকুব, আলহাজ¦ মোহাম্মদ আরজুল ইসলাম। প্রধান বক্তা আলোচক বি.টি.ভি, বাংলা ভিশন, যমুনা ও এশিয়ান টিভি এবং এিমহনি শাহী জামে মসজিদের খতিব মাওলানা কফিন উদ্দিন বিন আমিন, দ্বিতীয় বক্তা জোড়াবাড়ীয়া কেন্দীয় জামে মসজিদ খতিব মাওলানা মোখলিসুর রহমান বিন খলিলুর রহমান। এছাড়ও এলাকার ওয়াজেনী কেরামগন কোরআন ও হাদিসের আলোকে আলোচনা রাখেন। ১৯৮৫ সালে স্থাপিত আলহাজ হাফেজ মাওলানা আনিছুর রহমান খান (রাহিঃ) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসায় প্রতি বছরের ন্যায় এ বছর ৭ জন হাফেজ কে দিস্তারবন্দী করা হয়। ওয়াজ মাহফিলে বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্যা ধর্মপ্রাণ মুসল্লিগন অংশগ্রহন করেন।
এটাও চেক করতে পারেন
ঘাটাইলের লোকেরপাড়া আলহাজ্ব ফজর উদ্দিন তালুকদার মহিলা হাফিজিয়া নুরানিয়া মাদরাসা শিক্ষার্থীদের ছবক প্রদান অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া আলহাজ্ব ফজর উদ্দিন তালুকদার মহিলা হাফিজিয়া নুরানিয়া মাদরাসার নাজরানা …