লোকাল নিউজ ডেস্ক: ভূঞাপুর পৌরসভাস্থ শিয়ালকোল হাট বাজার বণিক সমিতির দ্বি-বাষিক কমিটি গত শক্রবার সকাল ১০ টায় বাজারস্থ মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। মো. রকিবুল ইসলাম তুলাকে সভাপতি ও মো. ইব্রাহীম ভূইয়াকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য সদস্য গন হলেন মো. সোহেল তালুকদার মো. কবীর হোসেন আকন্দ সহ- সভাপতি, মো. ঠান্ডু ভূইয়া সহ-সাধারণ সম্পাদক, মো. ফজল হোসেন কোষাধক্ষ, মো. নিজাম উদ্দিন সাংগঠনিক সম্পাদক, মো. আসাদুল ইসলাম দুল্লু ক্রীড়া সম্পাদক। এ ছাড়াও ৫ সদস্যর উপদেষ্ঠা কমিটি গঠিত হয়। এরা হলেন মো. রকিবুল ইসলাম ভূইয়া, মো. জয়নাল আবেদীন তালুকদার, মো. আ.খালেক, মো. লাল মামুদ খান, আ. আলীম ভূইয়া সুবাস।
ট্যাগহাট বাজার
এটাও চেক করতে পারেন
টাঙ্গাইল জেলা বিএনপি‘র ১০দফা দাবী বাস্তবায়নের লক্ষে জনসমাবেশ
নিজস্ব প্রতিবেদক গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, বিদ্যুৎ, গ্যাস’সহ দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, বর্তমান সরকারের সর্বগ্রাসী দূর্নীতি, …