ঘাটাইল প্রতিনিধিঃ-টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাংলা শতাব্দীর তরুণ রাজনীতির সংস্কারক আগামীর রাজনৈতিক উত্তরসূরি গভীর রাতে শীতের কম্বল বিতরণ করছেন সাবেক সাংসদ আমানুর রহমান খান রানা । ঘাটাইল উপজেলার সঠিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন মতপার্থক্য রাজনৈতিক ভাবে গুরুত্বপুর্ন এই উপজেলার বর্তমান সাংসদ আতাউর রহমান খান, তারই ছেলে গরীবের বন্ধু তরুণ প্রজন্মের গতিশীল রাজনৈতিক ব্যাক্তিত্ব সাবেক সাংসদ আমানুর রহমান খান রানা। তাইতো গরীব ও ছিন্নমুল মানুষ কে সাবেক সাংসদ আমানুর রহমান খান রানা শীত ও শৈত প্রবাহকে উপ্ক্ষো করে গভীর রাতে মানুষের ধারে ধারে গিয়ে শীতের কম্বল বিতরণ করছেন।যাহা ঘাটাইলের স্বাধীনতার ৪৮বছরের ইতিহাসে এক অবিস্বরণীয় ঘটনা।

আর তাকে রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠা পেতে সহায়তা করেছেন স্বয়ং তৃণমুলের নেতাকর্মী থেকে শুরু করে আপামর জনগন। অর্থনৈতিক ভাবে সুবিধা না নিয়ে তিনি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় রাজনৈতিক ও সাংগঠনিক ভীত গড়েছেন আমানুর রহমান খান রানা।তার দীর্ঘদিনের মেধাকে কাজে লাগিয়ে দলের প্রতি তার পরিশ্রম আত্মত্যাগ মেধা দক্ষতা ব্যয় করে তিনি টাঙ্গাইল জেলা ঘাটাইল উপজেলার প্রতিটি ইউনিয়নের এবং ওয়ার্ডে তার আ’লীগের তৃনমুলের ত্যাগী বঞ্চিত নেতাকর্মীদের দিয়েই তিনি দলের সিনিয়র নেতাদের মতামত নিয়ে কাজ করে যচ্ছেন। এছাড়া এ তার কমিটমেন্ট ও কর্মীদের প্রতি উদারতা ভালোবাসা আর তাদের জন্য কাজ করার প্রবল আগ্রহ রয়েছে যাহা টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার নেতা কর্মীদের আকৃষ্ট করে। তাইতো ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের তৃণমূল এখন আমানুর রহমান খান প্রেমে মুগ্ধ সকলের কাছে এবং মেহনতি মানুষের প্রিয়মুখ। ঘাটাইল উপজেলার সকলের কাছে কর্মীবন্ধু হিসেবে পরিচিতি একজন। সাবেক সাংসদ হিসেবে নয় সাংগঠনিক কার্যক্রমের সফলতা অর্জনের মাধ্যমেই জয় করতে পেরেছে ঘাটাইল উপজেলার সিনিয়র জুনিয়রসহ তৃনমুলের আওয়ামীলীগ নেতা কর্মীদের পূর্নআস্থা।
তাছারা তৃনমূলের কর্মীরাতো দীর্ঘ দিনের নের্তৃত্ব শূন্যতা কাটিয়ে তরুণ এই নেতাকে পেয়ে তার প্রেমেই মজেছেন গ্রাম’ও শহর পর্যায় আওয়ামিলীগের সকল নবীণ প্রবীণ ও তরুনেরা ।
এ বিষয়ে তিন- তিন বারের ঘাটাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানও আওয়ামীলীগের বর্ষীয়ান রাজনৈতিক ব্যাক্তিত্ব নজরুল ইসলাম খান সামু বলেন ,আমানুর রহমান খান এখনও আমাদের ঘাটাইল জন্য জনপ্রিয় ব্যাক্তিত্ব, তার পিছনে অনেক নেতা কর্মী আছে তার হাতে ঘাটাইল আওয়ামীলীগকে ছেড়ে দিলে নেতার্মীরা নিরাপদে থাকবে ।
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন জানান,সাবেক সাংসদ আমানুর রহমান খান আমাদের জন্যে আশির্বাদ।নেতার আদর্শকে অনুসরন করেই পথচলা এবং তারই আদর্শরই প্রতিচ্ছবি । তাছাড়া আমাদের তরুণ প্রজন্মের কাছে আমানুর রহমান খান বেশ জনপ্রিয় এবং পছন্দের একজন মানুষ।
ঘাটাইল উপজেলার তরুণ প্রজন্মের কাছে আমানুর রহমান খান অদ্বিতীয় এবং অতুলনীয় ব্যক্তিত্বের অধিকারী। কারন হচ্ছে তরুণদের তিনি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তাদের যা করনীয় সম্পর্কে পরামর্শ দিয়ে এবং বিনোদন ও সামাজিক বিভিন্ন কর্মকান্ডে তাদের উৎসাহ ও প্রেরনা দিয়ে সবসময় পাশে পেয়েছে বলেই রাজনৈতিক মাঠেও হিরো এবং তরুণ প্রজন্মের কাছেও আইকন হিসেবে পরিচিত একটি প্রিয়মুখ।
এ’ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন জানান, সাবেক সাংসদ আমানুর রহমান খান রানা ভাই,দলের পরিক্ষিত আওয়ামীলীগ নেতা কর্মীদের সম্মান ফিরিয়ে দিয়েছেন।
আনেহলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য মোঃ নাসির উদ্দিন বলেন, আওয়ামীলীগের অসংখ্য নেতা কর্মীরা যখন রাজনীতি থেকে নানা দুঃখ কষ্ট পেয়ে অভিমানী হয়ে সিদ্ধান্ত হীনতায় ভুগেছিলেন,তখনি তিনি সকলকে তার ভালবাসা দিয়ে নিজ উদ্যোগে কমিটমেন্ট রক্ষা করে ত্যাগীদের যোগ্যতার মুল্যায়ন করেছেন।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কফিলুর রহমান ভুটান বলেন রানা ভাই সংগঠনের প্রতি সবাইকে ফের মনোযোগী করে দলে নেতাকর্মীদের সক্রিয় করেছেন। তিনি আমাদের ঘাটাইল উপজেলায় তৃনমুলের নেতা কর্মীদের জন্য আশির্বাদ স্বরুপ এবং সব মানুষের শ্রেষ্ঠ এক আবিস্কার।