আব্দুল লতিফ, ঘাটাইল প্রতিনিধিঃ
গত ৮ ফেব্রুয়ারী বাংলাদেশ ছাত্রলীগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার পুর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দীর্ঘদিন পর এ কমিটি প্রকাশিত হয়। উক্ত কমিটির সাংগঠনিক সম্পাদক পদে আছেন টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার কৃতি সন্তান শামীম আল মামুন।

শামীম আল মামুনের জন্ম ঘাটাইল উপজেলার দিগর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। পারিবারিক ভাবেই সে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত । তার পিতা আঃ রাজ্জাক মন্ডল দিগর ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করে আসছেন ।
শিক্ষা জীবনে শামীম, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ থেকে এইচএসসি কৃতিত্বের সাথে পাশ করেন। এরপর ২০১৪ সালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত হন। বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্রলীগের বিভিন্ন সভা সমাবেশ, কর্মসূচি সহ বিএনপি-জামাতের অপতৎপরতার বিরুদ্ধে সবসময়ই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। গত জাতীয় নির্বাচনেও নিজ এলাকায় বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থীর পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ।
পদ পাওয়ার সংবাদ জানার পর শামীমের বাবার সাথে মুঠোফোনে কথা বলে জানা যায় যে, “বর্তমানে দুঃখজনক হলেও সত্যি যে দলের সুসময়ে অনেকেই দলে জায়গা করে নিতে চায়। একটা সময় ছিলো যখন আওয়ামী লীগের নেতা কর্মীরা বারবার নির্যাতনের শিকার হয়েছেন। আমার পরিবারের উপরও অনেক নির্যাতন, অত্যাচার করেছে বিএনপি জামাত পন্থীরা। আমি খুবই আনন্দিত ছেলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হয়েছে আর ধন্যবাদ জানাই বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দকে।”
সাংগঠনিক সম্পাদক পদ পেয়ে শামীম বলেন, “বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হতে পেরে নিজেকে গর্বিত মনে করি। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাকে মূল্যায়ন করার জন্য । সবার দোয়া এবং ভালোবাসা নিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। “