সখীপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গাজী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ২১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গাজীউর রহমান গাজীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের তক্তারচালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গাজী ওই এলাকার জাফর আলীর ছেলে। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। রবিবার(২৬ জানুয়ারী)সকালে গাজীকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী গাজীউর রহমান ওরফে গাজীকে গ্রেফতার করে রবিবার আদালতে পাঠানো হয়েছে। আটককৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ৬৩ হাজার টাকা।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

মির্জাপুরে বাবাকে ভাড়াটিয়া খুনি দিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আটক

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে বাবা আউয়ালকে ভাড়াটিয়া খুনি দিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আসাদুজ্জামান …

Leave a Reply

Your email address will not be published.