নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ১০টাকা কেজির খাদ্যবান্ধব কর্মসূচির ১২বস্তা চালসহ দুই জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে উপজেলার বহুরিয়া ইউনিয়নের চতলবাইদ ভাতকুড়াচালা গ্রামের দুইটি বাড়ি থেকে ওই ১২ বস্তা চাল উদ্ধার করা হয়।

আটককৃতরা হচ্ছে ওই এলাকার মো. দারগ আলীর ছেলে মো. হাসেন আলী (৪৫) ও মৃত ইসমাইলের ছেলে মো. ঠান্ডু মিয়া (৫০)।
এঘটনায় খাদ্যবান্ধব কর্মসূচির ভাতকুড়া বাজারের ডিলার এসএম ইব্রাহীম এলাকা ছেড়ে পালিয়ে যায়।
টাঙ্গাইল ডিবি দক্ষিণের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, ওই দুইটি বাড়ি থেকে গত শনি ও রোববার রাতে অটোভ্যান যোগে ১০-১২ বস্তা চাল পাচার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরে মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়। আজ বুধবার দুপুরে এসআই কমল সরকার বাদি হয়ে সখীপুর থানায় মামলা দায়ের করে। পরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।