নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে বংশাই নদীতে সাঁতার কাটতে গিয়ে তামিরুল ইসলাম (১৭) নামের এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে। ১৯ আগস্ট সোমবার দুপুর ১ টার দিকে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়ন এর জিনের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ তামিরুল ইসলাম ওই গ্রামের আবু হানিফের ছেলে। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ডুবুরি দল অনেক খোঁজাখুঁজির পর নিখোঁজ তামিরুল ইসলাম এর সন্ধান পাননি।
জানা যায়, সোমবার দুপুর একটা দাড়িয়াপুর হাই স্কুল এলাকায় বংশাই নদীতে সাঁতরে পার হওয়ার সময় তামিরুল ইসলাম নিখোঁজ হয়।
এ ব্যাপারে দাঁড়াবে ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এস এম সাইফুল ইসলাম শামীম বলেন, ময়মনসিংহের ডুবুরি দল কে খবর দেওয়া হয়েছে তারা আসলেই পুনরায় উদ্ধার কাজ চালানো হবে।