সখীপুরে শিক্ষক সমিতির টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন

আঃ রশিদ তালুকদার,টাঙ্গাইলের সখীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অধীনস্থ কল্যাণ তহবিলের ২৭লাখ টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন করেছেন ৫ শতাধিক শিক্ষক কর্মচারী।

শনিবার উপজেলার কচুয়া বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসাইন, পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইউম হোসাইন, শিক্ষক নেতা মিজানুর রহমান, এসএম আতিকুর রহমান ছমির প্রমুখ বক্তব্য দেন। এ সময় বক্তারা কল্যাণ তহবিলের চেয়ারম্যান কচুয়া পাবলিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলা মিয়ার বিরুদ্ধে উপজেলার ৮ শতাধিক শিক্ষক- কর্মচারীর কষ্টার্জিত আত্মসাতের ওই ২৭ লাখ টাকা অভিলম্বে পরিশোধ করার দাবি জানান। তারা বলেন, এর আগে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির জরুরি সভায় কল্যাণ তহবিলের চেয়ারম্যান পদ থেকে তুলা মিয়াকে অব্যহতি এবং টাকা পরিশোধের সময়সীমা বেধে নোটিশ করা হলেও তিনি নানা তাল বাহানা করছেন। ওই টাকা ফেরত না দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও শিক্ষকদের পক্ষ থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও দাবি করেন।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্র জাহিদ হাসানের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্র জাহিদ হাসানের হত্যাকারীদের দ্রƒত সময়ের মধ্যে গ্রেপ্তারের পর আইনের আওতায় …

Leave a Reply

Your email address will not be published.